ডেলের নতুন ল্যাপটপ বাজারে

১৪ মে, ২০১৯ ১৫:০০  
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে ডেল ইন্সপায়রন ১৫-৩৫৮০ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল অষ্টম জেনারেশন কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর ৪ র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ। এতে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে ডিভিডি রাইটার, ওয়াইফাই, ব্লুটুথ রয়েছে। এতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে ইন্টেল ৬২০ মডেলের আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৪০ হাজার ২০০ টাকা। ডিবিটেক/এসিডি/